পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢালারচর-রাজশাহীগামী পাবনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কুমার কর্মকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















