পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” “ÒGender Equality today, For a sustainable Tomorrow প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা প্রদক্ষিণ শেষে বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য ও নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ, এনজিও সদস্য, সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য/নারী উদ্যোক্তা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন