পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” “ÒGender Equality today, For a sustainable Tomorrow প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা প্রদক্ষিণ শেষে বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।

উক্ত র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য ও নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ, এনজিও সদস্য, সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য/নারী উদ্যোক্তা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।