বিএনপির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাই পণ্যর দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে- ঠাকুরগাঁওয়ে তথ্যমন্ত্রী

মির্জা ফখরুলের বিএনপির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাই চক্রান্ত করে পণ্য মজুদ করে দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকার দেশ বিরোধী চক্রান্তে সবসময় সজাগ আছে। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অংশ গ্রহন করতে পারবে না বলে বিভিন্ন ভাবে দেশে ও দেশের বাইরে আওয়ামীলীগের বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

তিনি আরো বলেন, গত ১৩ বছরের মধ্যে মানুষের অনেক পরিবর্তন হয়েছে। মানুষ এখন না খেয়ে নেই। আশা করি আগামী নির্বাচনে আওয়ামীলীগ আবারা পূনরায় ক্ষমতায় আসবে।
তথ্যমন্ত্রী বলেন, দিন বদল বিএনপির পছন্দ না, হঠকারী রাজনীতি বন্ধ না হলে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারবে না বাংলাদেশ।

অপরাজনীতির অবসান হতে হবে, তবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধান বক্তা কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য ও সাবেক এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি এ্যাড. সফুরা বেগম রুমি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলু টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রত্যেক উপজেলার আ’লীগের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজয়ী প্রার্থীসহ আ’লীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।