নওগাঁর পত্নীতলায় ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্পে জরিমানা

নওগাঁর পত্নীতলা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১১ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলার সহকারী পরিচালক মো. শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- মামুদপুর বাজার হাজী ফিলিং স্টেশন, মধইল ফিলিং স্টেশন, মেসার্স ভাই ভাই সেমাই, তালুকদার সেমাই, চাঁদ পুকুর মেশিনারিজ ডিসপেন্সারি।

তিনি আরো বলেন, অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় ৪৩ ধারায় তালুকদার সেমাই ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই সেমাই ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি ৫১ ধারায় ৫ হাজার টাকা, পেট্রল পাম্পে পরিমাপে তেল কম যন্ত্রের কারচুপি ৪৭ ধারায় মধুইল ফিলিংস স্টেশনকে ৩০ হাজার টাকা ও হাজী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও পত্নীতলা থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।