কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষার্থীদের ‘শিখন শেখানো’ বিষয়ক মা সমাবেশ
সোমবার (৩০ মে) সকালে উপজেলার নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে যাত্রাপুর, নবীপুর পূর্ব ও নবীপুর পশ্চিম ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শহিদুল আমিন ভূইয়া, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ঘোড়াশাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, শুশুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম মোল্লা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন