সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে শিক্ষকদের কর্মবিরতী ও মানববন্ধন
কর্মস্থলে নিরাপত্তার দাবীতে সারাদেশের ন্যায় বিসিএস শিক্ষক সমিতি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে কর্মবিরতী ও মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার (১২ জুন) সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের সকল শিক্ষক অংশ গ্রহণ করেন।
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের উপর নেক্কারজনক সন্ত্রাসী হামলা, লাঞ্চনা ও কটুক্তির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল।
কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাধারণ শিক্ষক সমিতির ইউনিট সম্পাদক শফিকুর রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার ঘোষ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আজিজুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা ও কর্মস্থলে নিরাপত্তার দাবি জানান।
বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ইউনিট সম্পাদক শফিকুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন