মাদারীপুরের কালকিনিতে আইসসহ যুবককে গ্রেফতার
মাদারীপুরের কালকিনি থেকে ক্রিস্টাল মেথ আইসসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সাইদ সরদার নামের যুবকে গ্রেফতারের পরে শুক্রবার (১৭ জুন) রাতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, র্যাব-৮, সিপিসি-৩, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর ক্যাম্পের একটি দল কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ল²ীপুর পখিরা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার টুমচর গ্রামের আজিম সরদারের ছেলে মো. সাইদ সরদারকে (১৯) ক্রিস্টাল মেথ আইসসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। আকটকৃতের নিকট হতে ৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার অনুমানিক মূল্য হচ্ছে ৮ লাখ ৭০ হাজার টাকা।
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত সাইদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য আলামতসহ আসামিকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় ইতোমধ্যে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন