শেরপুরের ঝিনাইগাতিতে বন্যায় রাস্তাঘাট বিধ্বস্ত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে দুইবারের ভয়াবহ বন্যার গ্রাসে রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে পড়েছে। জনসাধারণের চলাফেরার ব্যাপক বিঘ্ন ঘটার ফলে বিকল্প হিসাবে সেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট এলাকাবাসী মেরামত করছেন। সরেজমিনে দেখা যায়- মঙ্গলবার খৈলকুড়া গ্রামে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা এলাকাবাসী নিজেরাই সেচ্ছাশ্রমে মেরামত করছেন।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে- প্রথম বন্যায় ৫টি দ্বিতীয় বন্যায় সেতু সহ ৮টি রাস্তা উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। মহারশি নদির বেড়িবাঁধ নির্মাণে এলাকাবাসী জোরালো দাবি তুলেছেন। রাজু আহাম্মেদ মহির জানান- বেড়িবাঁধ না থাকার ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যার কবলে পড়ে ক্ষতি সাধিত হয়।

উপজেলা চেয়ারম্যান এস.এম. এ ওয়ারেজ নাইম মহারশি নদির বেড়িবাঁধের জন্যে কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন জানিয়ে বলেন- এটা উপজেলাবাসীর প্রাণের দাবি স্থানীয় সংসদ সদস্যর মহোদয়ের সহযোগিতা সহ সকলের সহযোগিতা কামনা করেন। বেড়িবাঁধ নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যমত হয়ে কাজ করার আহবান জানান।