বগুড়ার শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে মোকামতলা বালিকা বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে¡ শান্তিপ‚র্ণভাবে অভিভারক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৮জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ ভোটগণনা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ঘোষিত ফলাফলে অভিভাবক সদস্য পদে ১নং ব্যালটে মোঃ আব্দুর রাকিব ৩৯৯ ভোট পেয়ে ১ম, ৩নং ব্যালটে মোঃ এনামুল হক ৩৪২ ভোট পেয়ে ২য়, ২নং ব্যালটে মোঃ আলমগীর হোসেন ২৪৩ ভোট পেয়ে তৃতীয়, ৫নং ব্যালটে মোঃ জাকিরুল ইসলাম ২০৬ ভোট পেয়ে ৪র্থ হয়ে নির্বাচিত হয়। এছাড়াও অপর প্রার্থীদের মধ্যে ৪নং ব্যালটে মোঃ এরফান আলী আকন্দ ২০২ ভোট, ৬নং ব্যালটে মোঃ মোস্তাফিজার ১৫৯ ভোট, ৭নং ব্যালটে মোঃ শফিকুল ইসলাম ২০৩ ভোট ও ৮নং ব্যালটে মোঃ শহিদুল ইসলাম সান্নান ১৯০ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফলে মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ জহুরা বেগম ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোছাঃ নারগীছ বেগম পেয়েছেন ১৬৩ ভোট।
নির্বাচন বিষয়ে প্রিজাইডিং অফিসার টিএম আব্দুল হামিদ বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গতঃ মোট ১১৩০জন ভোটরের মধ্যে ৭০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের শতকরা হার ৬২.১২ শতাংশ।