যশোরের বেনাপোলে বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিদেশী ভিসা লাগানো অবস্থায় ৫টি বাংলাদেশী পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৭ জুন) রাতে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে অনেক গুলো কসমেটিক্স ও থ্রিপিস উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার উপর একজন ব্যক্তিকে দেখতে পাই এবং উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশী কালে তার সাথে থাকা ০২ টি ব্যাগের মধ্যে ০৫ টি বাংলাদেশী পাসপোর্ট, ১৬২ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল সামগ্রীসহ তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিক ইউসুফ আলী শেখ, পিতা- আমিন শেখ, গ্রাম-বাষান পোতা, থানা- বনগাঁও, জেলা- উত্তর ২৪ পরগনা।
আটককৃত ভারতীয় নাগরিক, বিভিন্ন মালামাল ও ০৫টি বাংলাদেশী পাসপোর্টসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন