লালমনিরহাটের ভাসুরের ঘর থেকে নববধূর মরদেহ উদ্ধার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাসুরের শয়নঘর থেকে এক কিশোরী নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ জুলাই) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে নিজ বাড়ির ভাসুরের ঘর থেকে দুলালী বেগম (১৫) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলামের (২০) স্ত্রী এবং আব্দুল কাদেরের ছোট ভাই নুরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল ইসলামের সাথে তার চাচাত বোন নুরুল হকের মেয়ে দুলালী বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অপ্রাপ্তবয়স্ক হলেও গত বছর তাদের বিয়ে দিতে বাধ্য হয় উভয় পরিবার। এরপর তারা দু’জনে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় চলে যান।
নিহতের পরিবার জানায়, তিন দিন আগে দুলালীকে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন রবিউল। কিন্তু দুলালী ঢাকায় যাবেন বলে স্বামীকে চাপ প্রয়োগ করেন। এতে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়।
রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় ভাসুরের ঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দুলালীকে পরিবারের লোকজন উদ্ধার করেন। পরে খবর পেয়ে আদিতমারী পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন