পটুয়াখালীর কলাপাড়ায় খাস জমি বন্দোবস্ত কান্ডে সার্ভেয়ার গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের অন্তরালে ৪২ ব্যক্তির নামে ৭২ একর জমি বন্দোবস্ত দেয়ার ঘটনায় সার্ভেয়ার হুমায়ূন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় বরিশাল রুপাতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি মো.জসিম উদ্দিন।
এর আগে বৃহষ্পতিবার কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হুমায়ূন কবিরকে প্রধান আসামী উল্লেখ করে অজ্ঞাতনামা আরো আসামীদের নামে মামলা দায়ের করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো.শহীদুল হক।
পরে হুমায়ূনকে অভিযান চালিয়ে আটক করা হয়।
উল্লেখ্য মুজিব শতবর্ষে গৃহহীনদের নামে সরকারী ২ শতাশং ভুমি বন্দোবস্তের অন্তরালে সম্পদ রয়েছে এমন ৪২ ব্যক্তির নামে ৭২ একর জমি বন্দোবস্ত দেয়া হয়। যার একটি বন্দোবস্ত প্রাপ্ত দলিলের নামজারী করতে মহিপুর তহশিলে গেলে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ভুমি আবু বকর সিদ্দিকীর নজরে আসে। পরে একে একে ফাঁস হয়ে যায় ৪২টি দলিলে ৭২ একর জমি বন্দোবস্ত দেয়ার তথ্য।
এ ঘটনায় বন্দোবস্ত দলিলে ইউএনওর স্বাক্ষর থাকলেও তা স্ক্যান করে সই জাল করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।
তবে ইউএনওর সই জাল করা হয়েছে কিনা এনিয়ে লোকমুখে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এছাড়া এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কলাপাড়া থানার ওসি মো.জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল রুপাতলী এলাকা থেকে প্রধান আসামীকে অভিযান চালিয়ে গ্রেফতারের পর শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন