সাতক্ষীরার কলারোয়ায় শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেযারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগের পক্ষে আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মনিরুজ্জাসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অনুষ্ঠানটি পরিচালনা করেন কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা।

পুষ্পমাল্য শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শহীদের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানার পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ( ওসি) নানির উদ্দীন মৃধা, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, আর্লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীদ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, খাদ্য গুদাম কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মমতাজ খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার ব্রিগেড সদস্য, জনপ্রতিনিধি, সূধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।