নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশ কর্তৃক ছিনতাইকারী আটক
নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ কর্তৃক এক ছিনতাইকারী আটক করা হয়েছে।
হাইওয়ে পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত অনুঃ ০৩:১০ ঘটিকার সময়, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গাজীপুর রিজিয়ন কর্তৃক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর বিসিক নামক স্থানে। স্কয়ার ইলেকট্রিক কোম্পানির বিপরীত পার্শ্বে ঢাকাগামী আকিজ গ্রুপের একটি কাভার্ডভ্যান যাহার নং ঢাকা মেট্টো উ- ১৪-২৩৯৩ গাড়িটি হঠাৎ বিকল হয়ে যায়। এসময় গাড়িটি মেরামতের জন্য ড্রাইভার মোঃ রফিকুল ইসলাম গাড়ী থেকে নামলে অজ্ঞাতনামা ০৪ জন লোক গাড়ির ড্রাইভারের মানিব্যাগসহ মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। ঐসময় তাৎক্ষণিক কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে ৩ জন পালিয়ে যায়। কিন্তু মোঃ ফিরোজ হোসেন (৪০) নামে একজন ছিনতাইকারীকে পুলিশ আটক করে।
জানাযায়, আটককৃত ফিরোজ হোসেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ময়নাবাদ গ্রামের আলমাছ হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ আটককৃত ছিনতাইকারীকে সোনারগাঁ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন