কারিগরি শিক্ষা প্রসারে অসামান্য অবদানের জন্য ইউসেপকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ইউসেপের আয়োজনে “ইউসেপ জার্নি বঙ্গবন্ধু এন্ড চেইনী” শিরোনামের একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এন এম জিয়াউল আলম, পি এ এ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, যুগ্ম-সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ; ডঃ উবাইদুর রব, প্রাক্তন চেয়ারপারসন, ইউসেপ বোর্ড অফ গভর্নরস এবং জনাব নিয়াজ আহমেদ, অনারারি কনসাল, নিউজিল্যান্ড কনস্যুলেট, বাংলাদেশে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মোঃ আবদুল করিম।

স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. করিম।

প্রধান অতিথি ড. দীপু মনি বলেন, ১৯৭২ সাল থেকে কারিগরি শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য ইউসেপ বাংলাদেশকে ধন্যবাদ। তিনি চতুর্থ শিল্প বিপ্লব (৪র্থ আইআর) এবং আইসিটি বিষয়ক পেশাগত দক্ষতা, উদ্যোক্তা উন্নয়ন এবং কোর্সের উপর বিভিন্ন প্রশিক্ষণ শুরু করার জন্য ইউসেপ কে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইউসেপের এসব কার্যক্রম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সহায়ক হবে। বঙ্গবন্ধু নিজেই ইউসেপ কে পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন।

রাষ্ট্রদূত মিঃ ডেভিড পাইন উল্লেখ করেন সুবিধাবঞ্চিত শিশু ও যুবকদের জন্য কারিগরি শিক্ষার প্রসারের উপর বাংলাদেশ সরকার এবং ইউসেপের আগ্রহ ও সক্ষমতা দেখে তিনি খুবই আনন্দিত। এ ধরনের কার্যক্রম সম্প্রসারণে তিনি সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন।

ইউসেপ চেয়ারপারসন জনাব পারভীন মাহমুদ এফসিএ তার বক্তব্যে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করে যথাযত কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়ার জন্য ইউসেপ এর প্রতিষ্ঠাতা জনাব লিন্ডসে অ্যালান চেইনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারিগরি শিক্ষার মানোন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।