বশেমুরবিপ্রবিতে প্রথমবারের মতো কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাবেক শিক্ষার্থী

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। বৈজ্ঞানিক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হলো বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের শাকিল। সে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের বাসিন্দা।

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়টিতে এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতর থেকে নিজ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নিয়োগ দেয়ায় সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ এবং উচ্ছাস প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ অভিবাদনে ভাসছেন শিক্ষার্থী শাকিল।

এ বিষয়ে আব্দুল কাদের শাকিল বলেন, “নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে একই বিশ্ববিদ্যালয়ে কর্মস্থল হিসেবে পাওয়াটা গর্বের বিষয়। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সব সময় সুন্দরভাবে পালন করার চেষ্টা করবো।”