বাপের বাড়িতে যাওয়া হলো না পীরগঞ্জের গৃহবধু লাবনীর
বাপের বাড়ি যাওয়া হলো না ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গৃহবধু লাবনী রায়ের।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে পথিমধ্যে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় তার। লাবনীর বড় ছেলে হিরা লাল রায় জানায়, বিজয়া দশমী উপলক্ষে বুধবার দুপুরে মাতা লবানী এবং ছোট ভাই জগদীস তার নানার বাড়ি উপজেলার মাটিয়ানীতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারা পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের ক্ষিদ্র গড়গাও মোড়ে এসে অটোরিকশার জন্য অপেক্ষা করছিল।
এ পর্যায়ে অটোরিকশায় উঠার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তার মাতা লাবনীকে ধাক্কা দেয়। এতে লাবনী ও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে লাবনীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে রেফার্ড করেন। পরে দিনাজপুরে নেওয়ার পথে মারা যান লাবনী। অন্যজন পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিল এবং তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন আহত হওয়ার কথা শুনেছেন। পুলিশ ঐ মোটর সাইকেলটি আটক করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন