বগুড়ার শিবগঞ্জে সড়ক নিরাপত্তায় কাজ করছে নিসচা

সড়ককে নিরাপদ রাখতে নিরাপদ সড়ক চাই নিসচা শিবগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, মহাসড়কে কেনো থ্রি হুইলার, নসিমন, অটোরিক্সা, ইজিবাইক,সিএনজি চলাচল করলে তার বিরুদ্ধে কঠোর আইনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধকল্পে তাদের কার্যক্রম অনেক প্রশাংসার দাবী রাখে।

বুধবার (৫ অক্টোবর) মোকামতলা হাইওয়ে ট্রাফিক ফাঁড়িতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সড়কে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা ট্রাফিক ফাঁড়ির টি আই হাসানুজ্জামান হায়দার, নিরাপদ সড়ক চাই(নিসচা) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ মাস্টার সোহাগ আহমেদ, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম, আসাদুল্লাহ, রবিউল ইসলাম, সেলিম হোসেন প্রমূখ।