শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ : জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। আজ দ্বিতীয়বারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হতে যাচ্ছে ‘শেখ রাসেল দিবস-২০২২’। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি। ঘাতক নরপশুদের দল ঝাঝড়া করে দিয়েছিল নিস্পাপ শিশু রাসেলের দেহ । পৃথিবীর ইতিহাসে এরকম নিকৃষ্ট হত্যাকাণ্ড আর ঘটেনি। শেখ রাসেল ছিলো নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর পানি ভবন সম্মেলন কেন্দ্রে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে পানি ভবন প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন,মানুষের উপকার করার চেষ্টা ছোটবেলা থেকেই পরিলক্ষিত হয়েছে শেখ রাসেলের মাঝে। তিনি ছিলেন আদর্শ পিতার যোগ্য সন্তান। রাসেল আজ বিশ্বে অধিকারবঞ্চিত শিশুদের প্রতীক ও মানবিকসত্তা হিসাবে বেঁচে আছেন সবার মাঝে। রাসেল যদি বেঁচে থাকত, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা আমরা পেতাম। যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারত,দেশ আজ উন্নত রাষ্ট্রের মর্জাদায় আসিন হতো।

উপ-মন্ত্রী এনামুল হক শামীম বলেেন, বঙ্গবন্ধুর ঘাতক, আত্মস্বীকৃত খুনিরা সেদিন জাতির পিতা, বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। শেখ রাসেল এর রক্তের সাথে মিশে আছে এদেশের ইতিহাস ,যার স্বপ্নের সাথে মিশে আছে এদেশের সকল শিশুর স্বপ্ন ।

তিনি আরো বলেন,শেখ রাসেল ছিলেন বন্ধুবৎসল ও প্রাণচাঞ্চল্যে ভরপুর একজন শিশু। শেখ রাসেলের এই অকাল প্রয়াণে দুঃখ হয়তো কোনোদিন আমাদের শেষ হবে না। সারা বাংলাদেশের সাড়ে তিন কোটি শিশু-কিশোর-কিশোরীর কাছে বঙ্গবন্ধুর আদর্শ। আমাদের শিশু-কিশোরদের সেই বিজয়ের গৌরবগাথা ইতিহাস থেকে বারবার বঞ্চিত করার ষড়যন্ত্র করা হয়েছে।

আনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদসহ মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উল্লেখ জাতীয়ভাবে সারাদেশে একযোগে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হচ্ছে।