ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস অনুষ্ঠিত
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস বিশ্ব হাতধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার কমল রায়,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী কাজী মাহবুবা হক, মেকানিক শামছুল হক,আজিজুর রহমান, মাহমুদুল হাসান, শামীম আহমেদ, চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল মান্নান , নির্মল রবিদাস, বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
র্যালীটি উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কটি প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে এসে শেষ হয়। পরে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গৌরীপুর উপজেলার একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন