সিরাজগঞ্জের শাহজাদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নে জারিফ এন্ড সাকিব কনভেনশন হলে জিনিয়াস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষণার্থী এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) জিনিয়াস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক জেলহক হোসাইন।
এসময় মামুনুর রশিদ মামুন ও খুশি পারভিনের উপস্থাপনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে স্বাগত ও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলাম।জিনিয়াস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি সিনিয়র শিক্ষক মোঃ আলামিন হোসেন, সহকারি শিক্ষক মোঃ ফরিদ ইসলাম।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন মোঃ সাগর আলী, মোছাঃ জেয়াসমিন,মোঃ আলামিন হোসেন, মোছাঃ রেবেকা খাতুন, নজরুল ইসলাম, সুজন মিয়া প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















