ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কলা ক্ষেতের ব্যাপক ক্ষতি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কলা ক্ষেতের ব্যপক ক্ষতি হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর ) সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড়ে কলা, পেপেসহ শীতকালীন সবজি মিলে ২৮৪ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। তার মধ্যে ২০ হেক্টর কলা ক্ষেতের পুরোটাই নষ্ট হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা ফখর উদ্দিন জানান,আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরী করছি।
এদিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের গোপাল গ্রামের কলা চাষী গোলাম ফারুক তরফদারে এক একর, আঃ জব্বার তরফদারের ৩৫ কাঠাসহ ১৪/১৫ জন কৃষকের ২০ একরের মত কলাক্ষেত ঝড়ে সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। আ. জব্বার জানান, ৩৫ কাঠা জমিতে লাগানো প্রায় ৩ হাজার ছড়ি আসা কলা গাছ ঝড়ে মাঝখানে ভেঙ্গে গেছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। এছাড়া ঝড়ে রাঙামাটিয়া ও নাওগাঁও ইউনিয়নেরও কলাগাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার জানান, ঝড়ে ২৮৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ২০ হেক্টর জমির কলাক্ষেতের পুরোটাই ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের জরিপ কাজ চলমান রেখেছি। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন