যশোরের মণিরামপুরে জুম্মার বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু
যশোরের মণিরামপুরে জুমার নামাজের বয়ানরত অবস্থায় মাওলানা আবুল কাশেম (৮০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) মণিরামপুর পৌর এলাকার মোহনপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আবুল কাশেম ওই গ্রামেরই বাসিন্দা। তিনি তাবলিগ জামাতের মুরুব্বি ছিলেন। মণিরামপুর উপজেলায় তাবলিগের একটি দল পরিচালনা করতেন তিনি। মাওলানা আবুল কাশেম কর্মজীবনে মণিরামপুর ফাজিল মাদ্রাসায় সহকারী শিক্ষক ছিলেন।
তাবলিগ জামাতের সদস্য হাসান আল মামুন বলেন, হুজুর কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুরে নিজ এলাকার মোহনপুর জামে মসজিদে মিম্বরে বসে তিনি জুমার বয়ান করছিলেন। বয়ানে হুজুর বলছিলেন, এ মিম্বরে বসে অনেকে বয়ান করেছেন। তাঁরা এখন বেঁচে নেই। একদিন আমিও থাকব না। এরপর তিনি আল কোরআন থেকে একটি আয়াত পড়েন।
হাসান আল মামুন বলেন, আয়াত পড়ার পর পড়ে যান হুজুর। তখন মুসল্লিরা তাঁকে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হুজুরকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাত আটটায় স্থানীয় বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাওলানা আবুল কাশেমের লাশ দাফন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন