সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫ আহত ১১
সোমালিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১১ জন।
রোববার (৬ নভেম্বর) সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোনা জানায়, রাজধানী মোগাদিসুর সোমালি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।
সোমালিয়ার সেনাপ্রধান ওদোয়া ইউসুফ রাগেহ’র বরাতে এক টুইটবার্তায় সোনা জানায়, সামরিক প্রশিক্ষণ ক্যাম্পের প্রবেশমুখে বোমা বিস্ফোরণটি ঘটে। তবে হামলাকারী তার লক্ষ্যস্থানে পৌঁছানোর আগেই তাকে আটকে দেয় সেনারা।
আগেরদিন সোমালিয়ার সেনাবাহিনীর আরেক কর্মকর্তা আদান ইয়ারে বার্তাসংস্থা এএফপিকে জানান, সৈন্যদের নিজেদের দলে টানতে জিরো নাকনাক প্রশিক্ষণ ক্যাম্পকে টার্গেট করেছিলো হামলাকারী।
হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনার তদন্ত চলছে।
বিস্ফোরণের ঘটনাস্থলে বেশ কিছু সামরিক অ্যাম্বুলেন্স দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এএফপিকে মোগাদিসুর এক বাসিন্দা জানান, ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। কাউকে এর কাছে যেতে দেয়া হচ্ছে না। তবে বেশ কিছু অ্যাম্বুলেন্সকে ভেতরে গিয়ে হতাহতদের নিয়ে বের হতে দেখা গেছে।
সোমালিয়ায় গত এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে আল-কায়েদার সহযোগী সংগঠন আল-শাবাব। দেশটির সরকারের পতন ঘটিয়ে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য।
এক সপ্তাহ আগে রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় ১০০ জনেরও বেশি নিহতের ঘটনায়ও আল-শাবাবকে দায়ী করা হয়েছে। তবে সেই হামলার দায় স্বীকার করেনি তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন