কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ কেজি গাঁজা সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ওই ব্যক্তির নাম শাহজাহান আলী ওরফে শাহা আলী(৬২)। সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত হাতেম আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার (১১ নভেম্বর) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল শাহজাহান আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। সে উপজেলার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন