নরসিংদীর বেলাবতে গাড়ির চাপায় অজ্ঞাত নারী নিহত
নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে সাতটায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সামনের সড়কে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা হাইওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক বলেন , মরদেহটি একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে দ্রতগামী কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন