কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরনের শুভ উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমম্মেদ উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিরাজ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান,উপজেলা সহকারী প্রোগ্রামার রুবেল সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রমুখ।
উল্লেখ্য ২১ নভেম্বর ২০২২হতে ৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ১০ ইউনিয়নে ভূরুঙ্গামারী উপজেলায় মোট ৮৫২জন বীরমুক্তিযোদ্ধার মধ্যে মৃত ৩৯৬ জন বীর মুক্তিযোদ্ধা পাবে শুধু ডিজিটাল সাটিফিকেট ও ৪৫৬ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ডসহ ডিজিটাল সার্টিফিকেট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন