নেত্রকোনা মদনে ৬ দিনব্যাপী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনা মদনে ৬দিনব্যাপী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন।

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এর আওতায় মাঠ পযার্য়ে ইনজেক্টেবলস ও অন্যান্য বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা আযোজন করেন উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার,তানজিনা শাহরীন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আর এম ও) ড়াঃ রিফাত সাইদ,মেডিকেল অফিসার ড়াঃ ফিরোজ খান পাঠান,উপজেলা সহকারী পঃপঃ কর্মকর্তা শেফালী আকতার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূইয়া।

পরিচালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কামরুল হাসান চৌধুরী, ৬ দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক,স্বাস্থ্য পরির্দশক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।