যশোরের শার্শায় প্রয়াত আ’লীগ নেতা আলহাজ্ব নুরুজ্জামানের চিকিৎসায় ব্যবহারিত সামগ্রী বিনামূল্যে প্রদান

যশোরের শার্শা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি প্রয়াত আলহাজ্ব নুরুজ্জামান সাহেবের চিকিৎসায় ব‍্যবহারিত প্রায় তিন লক্ষাধিক টাকার বিভিন্ন সামগ্রী পর্যায় ক্রমে ঢাকাস্ত বারডেম হাসপাতালের প্রধান নির্বাহী প্রফেসর ডাঃ এম এ রশিদ এবং বাংলাদেশ থ‍্যালাসেমিয়া হাসপাতালে প্রদান করা হয়।

এ সময় থ‍্যালাসেমিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক ডাঃ এ কে এম ইকরামুল হোসেন স্বপন, ডাঃ রেজাওনা ইসলাম, আশরাফ হোসেন, জুলফিয়া আক্তার, অবন্তি রায় সহ অন‍্যান‍্য কর্মকর্তা।

বাংলাদেশ থ‍্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাক্তন মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত উপস্থিত ছিলেন,মরহুমের পরিবারের পক্ষ থেকে পন্য সামগ্রী গুলো হস্হান্তর করেন অথৈ ইন্টারন্যাশনালের সত্বাধিকারী ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মশিউর রহমানসহ প্রমূখ।

এসময় সকলেই মরহুম আলহাজ্ব নুরুজ্জামানের জন‍্য দোয়া কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।