পাবনায় জমজম ফুড এন্ড বেভারেজকে জরিমানা
পাবনা জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল বুধবার বিএসটিআই রাজশাহী কর্তৃক মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্যের মোড়কে গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ ব্যাতিরেকে সফট ড্রিংকস পাউডার (টেস্টস্যালাইস) পণ্য উৎপাদন করায় মেসার্স জমজম ফুড এন্ড বেভারেজ, বিসিক শিল্পনগরী, সদর, পাবনা এর উৎপাদিত উল্লিখিত পণ্যের অনুকূলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০/৩০ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যাতিত উল্লিখিত পণ্যটির উৎপাদন, বিক্রয় ও বিতরণ হতেও সম্পূর্ণ বিরত থাকতে বলেছেন। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন