ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা পরলোক গমন করেছেন
 
            
                     
                        
       		ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশটির আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
পিটিআই’র খবরে বলা হয়, হীরাবেন প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সাথে গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন।
গুজরাটে অধিকাংশ সফর চলাকালে মোদি নিয়মিতভাবে তার মায়ের সাথে সময় কাটাতে রায়সানে যেতেন।
হীরাবেন ১৯২৩ সালের ১৮ জুন গুজরাটের মেহসানার ভাদনগরে জন্মগ্রহণ করেন।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	