তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। শুক্রবার বাদ ফজর ইজতেমার আজকের কার্যক্রম শুরু হয় বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে।
ইজতেমার মুরুব্বী রফিকুল ইসলাম জানান, রবিবার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এই তিনদিন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন।
এদিকে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশে যোগ দিতে তুরাগ তীরে এসেছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। ইজতেমার ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ ফুটপাত, খালি জায়গা ও রাস্তার পাশেই দলে দলে অবস্থান নিয়েছে।
একইভাবে আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
তিন দিন বয়ান শেষে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন