লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা’সহ একই পরিবারের তিনজনের। শুক্রবার (১৩ জানুয়ারী) সকালে এ মর্মান্তিক ট্রেন দূর্ঘটনা ঘটে পাটগ্রাম উপজেলার বুড়িমারীর ঘন্টি নামক স্থানে।

নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমী আক্তার (২৮), মেয়ে তাসলিমা তাবাচ্ছুম (৭) ও ছেলে তৌহিদুল ইসলাম(৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে লাললমনিরহাট থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি বুড়িমারীর ঘন্টি নামক স্থানে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান মা সুমি আক্তার ও মেয়ে তাসলিমা তাবাচ্ছুম। আহত হন ছেলে তৌহিদুল ইসলাম। লোকজন ছুটে এসে আহত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ পরে হাসপাতালে শিশুটিও মারা যায়। লাশ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে স্বামী রাশেদুজ্জামান বাকরুদ্ধ হয়ে পড়েছে। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।