সিরাজগঞ্জের বেলকুচিতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোগীদের মাঝে উপকরণ বিতরণ
সিরাজগঞ্জ বেলকুচিতে বেলকুচিতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার ১৪ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলা চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় ও উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফল ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দ, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন