গাইবান্ধায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন বান্ডল অব হিজ-এর উদ্যোগে এবং গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সহযোগিতায় রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ২৫০টি অসহায় দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গাইবান্ধা ডায়াবেটিক সমিতি কার্যালয় চত্বরে এই কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাস, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা: শহীদুজ্জামান হারুন, বান্ডল অব হিজ এর পৃষ্টপোষক ডা: ইমরান মাসুদ, সহ-সভাপতি ডা: আবুল আজাদ মন্ডল, সাধারণ সম্পাদক জাহেদী মাসুদ রুবেল, সদস্য ডা: সাইদুর রহমান, ডায়াবেটিক সমিতির কাজী মকবুল হোসেন মুকুল প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















