গাইবান্ধায় চলছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠানরত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের আজ (৬ ফেব্রুয়ারি) সোমবারের খেলায় আবাহনী ক্রীড়া চক্র ৫৬ রানে অনির্বাণ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে আবাহনী ক্রীড়া চক্র নির্ধারিত ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭২ রান করে। জবাবে অনির্বাণ স্পোর্টিং ক্লাব ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে।
২য় খেলায় চৌকষ স্পোর্টিং ক্লাব ০৯ উইকেটে জিকেএসপি ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জিকেএসপি ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। জবাবে চৌকষ স্পোর্টিং ক্লাব ১৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছায়।
আগামী মঙ্গলবার ১ম খেলা সানরাইজ স্পোর্টিং ক্লাব ও সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা এবং ২য় খেলা যুব সংসদ ও টেবিল টেনিস সংস্থার মধ্যে অনুষ্ঠিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন