ইবি সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি নেতৃত্বে দিদারুল ও নাহিদ

ইসলামী বিশ্বদ্যিালয়ের সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি-২০২৩ এর কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষার্থী নাহিদুর রহমান নির্বাচিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সাবেক সভাপতি আল-আমিন মিলনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ৭ জন উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন অধ্যাপক ড. আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম, ড. শেখ শাহিনুর রহমান, ড. সুতাপ কুমার ঘোষ, রবিউল ইসলাম, শিমুল রায় ও খাইরুল ইসলাম।

১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ব্যবস্থাপনা বিভাগের আবু সোহান, সহ-সভাপতি আল-ফিকহ বিভাগের তাজমুল হক, ইসলামের ইতিহাস বিভাগের সহ-সভাপতি আব্দুল্লা আল ফাহমি, সহ-সভাপতি আই সি টি বিভাগের তপন চন্দ্র বর্মণ, সহ-সভাপতি ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রতাপ পাল, সহ-সভাপতি ইংরেজি বিভাগের মাসুদ রানা। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক আল ফিকহ বিভাগের তুহিন বাবু, সাংগঠনিক সম্পাদক ফোকলার স্টাডিজ বিভাগের মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফোকলার স্টাডিজ বিভাগের আল ইমরান, দপ্তর সম্পাদক লোক প্রশাসন বিভাগের মুনতাকির রহমান, প্রচার সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোর্শেদ মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল-ফিকহ বিভাগের মোতালেব বিশ্বাস, অর্থ সম্পাদক টিএইচএম বিভাগের রাসেল মহাজন, বির্তক গবেষণা সম্পাদক টিএইচএম বিভাগের আব্দুল বারি শরীফ, আইন সম্পাদক ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আবাদুল্লাহ আল কাফি।