যানবাহনসহ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা ও ২টি কারখানা বন্ধ
ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে দূষণ বিরোধী অভিযান পরিচালিত
পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৯টি যানবাহনকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরিবেশ দূষণের কারণে ২টি কারখানা বন্ধ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মেট্রোপলিটন অফিস, ঢাকা জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং ঢাকা জেলা প্রশাসন ঢাকার চকবাজার, ডেমরা, যাত্রাবাড়ী এলাকায় এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের আয়োজন করেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় নির্মাণ সামগ্রী খোলা রেখে বায়ু দূষণের দায়ে ১টি স্টিল মিলকে ২ লাখ টাকা, নিম্নমানের হর্ন দিয়ে শব্দ দূষণের দায়ে ১টি গাড়িকে ৫ হাজার টাকা এবং ১টি কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যানবাহনের কালো ধোঁয়ার কারণে বায়ু দূষণের কারণে ৮টি গাড়ির কাছ থেকে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডেমরা এলাকায় বায়ু দূষণের কারণে ২টি অ্যালুমিনিয়াম বার তৈরির কারখানা বন্ধ হয়ে গেছে। চকবাজার এলাকায় নির্মাণসামগ্রী খোলা রেখে বায়ু দূষণ করায় ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং জেলা প্রশাসন ঢাকার আশপাশে বায়ু দূষণ বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন