সুনামগঞ্জের ধর্মপাশায় এনজিও সংস্থা উপমা’র ২দিন ব্যাপী কর্মশালা ও ক্যাম্পেইন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেসরকারী এনজিও সংস্থা উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ এর উদ্যোগে ২দিন ব্যাপী ছাগল পালন বিষয়ক কর্মশালা ও ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে উপমার প্রধান কার্যালয়ে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়।

পরিবার ভিত্তিক ছাগল পালন প্রকল্প, সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাস্তবায়নকারী সংস্থা উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপমা সংস্থার চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরীর সঞ্চালনায়, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বজলু রশিদ চৌধুরী, কোষাধক্ষ্য আমিনুল হক, নির্বাহী সদস্য মো: মফিল মিয়া, চিকিৎসক মো: বশীর আহমেদ প্রমূখ।

অপর দিকে ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্যাম্পেইন শুভ উদ্ভোধন করেন সংস্থার চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান। নির্বাহী পরিচালক তালহা চৌধুরী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করি, যাতে তারা আত্ন কর্ম সংস্থানের সৃষ্টি করতে পারে। উপমার চেয়াম্যান সৈয়দ মাহফুজুর রহমান বলেন, আমাদের সংস্থা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত দুই যোগ ধরে হাওরাঞ্চলের অসহায় দরিদ্রদের নিয়ে কাজ করে আসছি, কাজ করে যাব ইনশাল্লাহ।