পিরোজপুরের মঠবাড়িয়ায় রাহাত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিশাখালী ইউনিয়নের রাহাত হত্যা মামলার ২ নং আসামি সাব্বির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাব্বির খান (২০) দক্ষিণ গুলিশাখালী এলাকার শহিদুল খানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা জানান, রাহাত হত্যা মামলার ২ নং আসামি সাব্বির খানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির খান হত্যাকান্ডে জড়িত থাকার কথা শিকার করেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,গত বছরের ১৪ নভেম্বর গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী হাই স্কুল মাঠে নৈশকালীন শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা উপভোগ করে বাড়ি ফেরার পথে হত্যাকান্ডের শিকার হয় মেধাবী কলেজ ছাত্র রাহাত। এ ঘটনায় রাহাতের বাবা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি সাব্বির খান ঘটনার পর থেকে পলাতক ছিলেন।