পিরোজপুরের মঠবাড়িয়ায় কেএসআরের অর্থায়নে চলছে আবু বকর সিদ্দিক(রাঃ) এতিমখানা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কুয়েত সোসাইটি ফর রিলিফের (কেএসআর) অর্থায়নে পরিচালিত হচ্ছে আবু বকর সিদ্দিক (রাঃ) এতিমখানা। ধানিসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এ এতিমখানাটির সুপার মাওলানা রুহুল আমিন এবং সভাপতি জাহাঙ্গীর আলম।
খোঁজ নিয়ে জানা গেছে, এতিমখানাটিতে শিক্ষক রয়েছে ৩ জন, বাবুর্চি ২ জন এবং শিক্ষার্থী ৫৬ জন।প্রত্যেক শিক্ষার্থীর মাসিক ভাতা ২ হাজার ৫ শত টাকা।শিক্ষার্থীদের গড় অনুপস্থিতি শতকরা ৩৩ ভাগ।
এতিমখানার সুপার মাওলানা রুহুল আমিন জানান, এতিমখানার আওতায় আরও ৩০ জন মেয়ের লেখাপড়ার খরচ বহন করা হয়। তারা বাড়িতে থেকে এতিমখানার টাকায় লেখাপড়া করে। সে হিসেবে ৮৬ জন শিক্ষার্থী ধরা যায়।উপস্থিতি অনুযায়ী ঢাকা রিলিফ অফিস থেকে ভাতা প্রদান করা হয়। প্রতি মাসেই ভাতা প্রাপ্তির রিকুইজিশন পাঠানো হয়।
কুয়েত সোসাইটি ফর রিলিফের (কেএসআর) ঢাকা অফিস জানায়, এ ধরনের এতিমখানায় তালিকাভুক্ত সকল শিক্ষার্থীকেই প্রতি মাসে কুয়েত থেকে ভাতা প্রদান করা হয়। তবে ঢাকা থেকে ব্যাংকের মাধ্যমে উপস্থিতি অনুযায়ী ভাতা প্রদান করা হয়। অতিরিক্ত টাকা ব্যাংকে জমা রাখা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন