খাগড়াছড়িতে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জেলা প্রশাসন

খাগড়াছড়ি পার্বত্য জেলার কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই মিলে-দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলাতে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জেলা প্রশাসন কার্যালয় এবং রানার্স আপ হয়েছেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ।
সোমবার(৬ই মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি টিটিসি’র মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ মো: জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সদস্য, ৩০৯মহিলা আসন ০৯ ও তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা এমপি।
এদিন ব্যাডমিন্টন ফাইনাল খেলায় খাগড়াছড়ি জেলা প্রশাসন ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ দুটি দল অংশ নেয়। এ সময় সরকারি মহিলা কলেজকে পরাজিত করে বিজয়ী(চ্যাম্পিয়ন) হয় জেলা প্রশাসনের কার্যালয়। এর আগে জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্টানের ৬টি দল বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিয়োগীতায় অংশ গ্রহন করে।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পরপরে চ্যাম্পিয়ন ১০হাজার টাকা ও রানার্স আপ দলের ৫হাজার টাকা করে বিজয়ীদের মাঝে ট্রফি ও প্রাইজমানি পুরস্কার তুলে দেন। ব্যক্তিগতভাবেও দুই দলকে ১০হাজার টাকা নগদে পুরস্কৃত করেন মহিলা সাংসদ বাসস্তি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি(এনডিসি) মো: আনোয়ার হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: শাহ আলমগীর, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহ্বায়ক ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিয়ার্স বাংলাদেশ জেনিক সাধারন সম্পাদক মো: সাদেকুর রহমান, সদস্য সচিব ধনঞ্জয় সরকার, অটোমেটিভ চিফ ইনন্সট্রাক্ট্র বিল্টু চাকমা, সাংবাদিক অপু দত্ত, সদস্য সৈকত চাকমাসহ টিটিসি’র কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















