ইবিতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃর্ক পালিত হয়।

দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টায় রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বাংলাদেশের জাতীয় ফুল শাপলা চিত্রাঙ্কন, তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত আবহমান গ্রাম বাংলা চিত্রাঙ্কন ও ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বঙ্গবন্ধু ও বাংলাদেশ চিত্রাঙ্কন।

পরে সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ দিবস উপলক্ষে কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুর সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহাবুবুল আরফিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আক্তারুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি ক্যাটাগরিতে ৬ জন করে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ইবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আ.স.ম শোয়াইব আহমেদ।

এর আগে সকাল দশটার দিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রসাশন ভবনের সামনে থেকে এক আনন্দ র‍্যালি বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে এসে সমবেত হয়। পরে সেখানে বিশ্ববিদ্যালয় প্রসাশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ( শিক্ষক ইউনিট), বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, শাপলা ফোরাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, সাদ্দাম হোসেন হল, লালন শাহ হল, খালেদা জিয়া হল, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলা বিভাগ, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দীকি আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ বিভিন্ন অনুষদেন ডিন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এরপর জুমার নামাজের শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন ইবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আ.স.ম. শোয়াইব আহমেদ।