যশোরের বাগআঁচড়ায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
যশোরের শার্শার বাগআঁচড়া ডঃ আফিল উদ্দীন কলেজ এর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ ) সকালে ডঃ আফিল উদ্দিন কলেজের হল রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ডঃ আফিল উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম। বাগআঁচড়া ডঃ আফিল উদ্দীন কলেজের ব্যবস্থাপনা বিভাগ কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, ইতিহাস বিভাগের শিক্ষক নুরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান রফিকুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক হানিফা রহমান।
বক্তারা দেশ জাতির উন্নয়ন ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন।
আরো উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষক আলী আকবর, ইংরেজি বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক আরিফুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ইমাম হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে কেক কেটে ১০৩ তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস পালিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাহমুদুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন