বশেমুরবিপ্রবিতে ভুয়া দেখিয়ে টাকা ভাগাভাগির ঘটনায় তদন্ত কমিটি গঠন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিবহন দপ্তরে ব্যাপক অনিয়ম, বিল বেশি দেখিয়ে টাকা ভাগাভাগির ঘটনায় রেকর্ড ও সংবাদ প্রকাশের পর ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৬ই মার্চ বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের পেইজে এ সম্পর্কিত একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেখানে দেখা যায়, পরিবহন দপ্তরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মুঠোফোনে এক পরিবহন কর্মচারীকে বিল বাড়িয়ে টাকা ভাগাভাগির নির্দেশ দেয়। গাড়ি মেরামতে অতিরিক্ত বিল করতে বলেন তিনি। এ ঘটনায় তাকে পরিবহন দপ্তর থেকে বদলি করে প্রকৌশল দপ্তরে বদলি করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড একিউএম মাহবুব এসব অনিয়মকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সে সময়।
এ ঘটনার প্রেক্ষিতে আজ পরিবহন কমিটির মিটিংয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করলে পরবর্তী ব্যবস্থা কি হবে তা জানা যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন