কুমিল্লার মুরাদনগরে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে সুইজারল্যান্ডের অর্থিক সহায়তায় ও রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রেশন প্রোগ্রামের আওতায় এই কর্মশলার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূইয়া জনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
সেক্টর স্পেশালিস্ট কাউন্সিলীং ওসমান গনির সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার বরুন চন্দ্র দে, কুমিল্লা জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর আব্দুর রহিম, সেক্টর স্পেশালিস্ট তানভির হাছান, বিদেশ ফেরত আলামিন প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলন প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান, ফিল্ড আর্গানাইজার রেবেকা শুলতানা নিপা প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন