কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
দীর্ঘ এক মাস সিয়াম পালন শেষে শনিবার (২২ এপ্রিল) সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতেও পালিত হয় মুসলমানদের সবচাইতে আনন্দের এই ঈদ উৎসব। উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লার ঈদগা মাঠে এবং মসজিদে সকাল নয়টা, সাড়ে নয়টা ও সকাল ১০ টায় পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়।
প্রতি ঈদের জামায়াতে মুসল্লিদের ছিলো উপচে পড়া ভীড়।করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর যাবত অনেকটাই ভাটা পড়েছিল ঈদের আনন্দে। দীর্ঘসময় পর আবারও পুরনো চেহারায় ফিরেছে ঈদ উৎসব। প্রতিবারের মতো এবারের ঈদেও অধিকাংশ মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে আসেন।
ঈদের নামাজ শেষে কুলাকুলিতে মেতে ওঠেন সবাই। এ যেন প্রাণের উৎসবে প্রাণের মেলা। নামাজ শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম মিল্লাতের জন্য শান্তি কামনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন