শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণশিখরে তুলতে সক্ষম হয়েছেন- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য্য
‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণশিখরে তুলতে সক্ষম হয়েছেন। যদি বিশ্বব্যাপি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ও মহামারী করোনা না আসতো তাহলে বাংলাদেশকে দ্রুততার সাথে ইউরোপের উন্নত রাষ্ট্রের কাছাকাছি নিয়ে যেতে সক্ষম হতেন। তারপরেও শত সীমাবদ্ধতার মধ্যেও তার দক্ষ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নসহ জনগণের জীবন- যাত্রার মান আশানুরূপ বৃদ্ধি পেয়েছে।’
শুক্রবার (১৯ মে) বিকেলে মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দত্তকোনা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের নবনির্মিত প্রাচীর ও প্রধান ফটক উদ্বোধন ও ইউনিয়নের হড়োখালী-দত্তকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ সংসদ নির্বচনে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময় সভাসহ বিভিন্ন স্থানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুবোধ সরকারের সভাপতিত্বে দত্তকোনা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের নবনির্মিত প্রাচীর ও প্রধান ফটক উদ্বোধন শেষে ইউনিয়নের হড়োখালী, দত্তকোনা, আশান নগর কুশখালী, হরিনা, নশের মোড়, বাটিবিলাসহ বিভিন্ন স্থানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন- ‘আর কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। স্মার্ট বাংলাদেশ গড়তে তাই আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয় লাভ করাতে হবে। সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে দেশের উন্নয়নের গতিধারা তরান্বিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তাহলে দেশের মানুষ ভাল ও শান্তিতে থাকবে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রচার- প্রচারনা চালিয়ে যান।’
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামীলীগনেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, তরুণ আওয়ামীলীগনেতা সুপ্রিয় ভট্টচার্য্য শুভ, মুরাদুজ্জামান মুরাদ, জেলা পরিষদ সদস্য তাসরিন সুলতানা শোভা, আওয়ামীলীগনেতা রুহুল আমিন, ডাঃ আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, যুবলীগনেতা মোশাররফ হোসেন, ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান মুন্নাসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন