ব‌রিশাল হ‌বে অসম্প্রদায়ীক নগরী: মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবাত

ব‌রিশাল হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ এর সা‌থে আসন্ন ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের আওয়ামীলী‌গের ম‌নোনীত ‌মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভা‌গ্নে আবুল খা‌য়ের আব্দুল্লাহ এর ( খোকন সের‌নিয়াবাত ) মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মহান মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় ধর্ম নি‌রপেক্ষ , গণতা‌ন্ত্রিক, অসম্প্রদা‌য়িক বাংলা‌দেশ বি‌নির্মা‌ণের আন্দোলন এ‌গি‌য়ে নেয়ার প্রত‌্যয়ে সকল‌ নির্বাচ‌নে মু‌ক্তিযু‌দ্ধের প‌ক্ষের শ‌ক্তি‌কে বিজয়ী করার ল‌ক্ষে এই বি‌শেষ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৯ মে) রাত ৮ টায় নগরীর বগুড়‌া রোডস্থ ক্রাউন কন‌ভেনশন হ‌লে অনু‌ষ্ঠিত এ মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন নৌকা মার্কার মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবাত। ‌হিন্দু, বৌদ্ধ , খ্রীস্টান ঐক‌্য প‌রিষ‌দের ব‌রিশাল জেলা ক‌মি‌টির সাধারন সম্পাদক এ‌্যাড হি‌রন কুমার দাস মিঠু এর সভাপ‌তি‌ত্বে সভায় অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ‌্যাড বলরাম পোদ্দার, মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবা‌তের সহধর্মী‌নি লুনা আব্দুল্লাহ, এ‌্যাড অা‌নিচ উ‌দ্দিন শ‌হিদ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ ব‌রিশাল মহানগর ক‌মি‌টির সভাপ‌তি মৃনাল কা‌ন্তি সাহা, জেলা সভাপ‌তি মান‌বেন্দ্র বটব‌্যাল, মহানগর সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দাস, মহানগর ক‌মি‌টির সা‌বেক সভাপতি নারায়ন দে নারু, সংগঠ‌নের সা‌বেক ট্রা‌স্টি ভানু লাল দে ও খ্রীস্টান সম্প্রদা‌য়ের নেত্রী জনসন মেরী।

অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন সংগঠ‌নের মহানগর ক‌মি‌টির সা‌বেক সাধারন সম্পাদক সুর‌ঞ্জিত দত্ত লিটু । প্রধান অ‌তি‌থি তার বক্ত‌ব্যে ব‌লেন, যে অসম্প্রদা‌য়িক চেতনায় বাংলা‌দে‌শের জন্ম। আমিও সেই চেতনায় বিশ্বাসী। আমার বাবা শহীদ আব্দুর রব সের‌নিয়বাতও ছি‌লেন একই চেতনায় বিশ্বাসী। ব‌রিশা‌লে এ‌তো‌দিন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ ছি‌লো অব‌হে‌লিত। অা‌মি নির্বাচিত হ‌লে এই প‌রিষ‌দের মানুষ আর অব‌হে‌লিত থাক‌বেনা। এখা‌নে কোন দাতা সংস্থা বা এন‌জিও কাজ কর‌তে পা‌রে‌নি। সেই প‌রি‌বেশ ও সু‌যোগ তা‌দের দেয়া হয়‌নি। নির্বা‌চিত হ‌লে সেই প‌রি‌বেশ ফি‌রি‌য়েঅ্নো হ‌বে। ব‌রিশা‌লে তেমন কোন উন্নয়ন হয়‌নি। আগামীর ব‌রিশাল হ‌বে নতুন ব‌রিশাল।

এখা‌নে কোন বৈষম‌্য থাক‌বেনা। ব‌রিশাল ছি‌লো প‌রিচ্ছন্ন শহর। এখন সেটা অপ‌রিচ্ছন্ন। র‌য়ে‌ছে পা‌নি সং‌কোট। সমস‌্য র‌য়ে‌ছে বর্জ‌্য ব‌্যবস্থাপনায়। এই শহর‌কে সর্বস্ত‌রের মানু‌ষের সহ‌যোগীতায় সুন্দর ও বসবাস উপ‌যোগী হি‌সে‌কে গ‌ড়ে তোলা হ‌বে। আমি আমার বাবার কাছ থে‌কে রামায়‌নের গল্প শু‌নে‌ছি। আমি সেটা ধারনও ক‌রি। আমার ভিতর কোন অনুকম্পা নেই। আমার দ্বারা কেউ অসন্মা‌নিত হ‌বেননা।